মার্ক 5:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 তখন যাহারা সেইগুলিকে চরাইতেছিল, তাহারা পলায়ন করিয়া নগরে ও পল্লীতে পল্লীতে গিয়া সংবাদ দিল। তখন কি ঘটিয়াছে, দেখিবার জন্য লোকেরা আসিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তখন যারা সেগুলোকে চরাচ্ছিল, তারা পালিয়ে গিয়ে নগরে ও গ্রামে গ্রামে গিয়ে সংবাদ দিল। তখন কি ঘটেছে তা দেখবার জন্য লোকেরা সেখানে আসল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যারা ওই শূকরদের চরাচ্ছিল, তারা দৌড়ে পালিয়ে গিয়ে নগরে ও গ্রামে-গঞ্জে এই বিষয়ের সংবাদ দিল। আর কী ঘটেছে, তা দেখার জন্য লোকেরা বেরিয়ে এল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)14 Ebaṇg shúkarpálakerá paláiyá nagare o pallígrame giyá sambád dila. Takhan ki ghaṭiyáche, táhá dekhite lokerá báhire gela; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 যারা শুকরের পাল চরাচ্ছিল তারা সব পালিয়ে গেল এবং এ খবর নগরে গ্রামে রটিয়ে দিল। ফলে লোকেরা দেখতে এল কি ঘটনা ঘটেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তখন যাহারা সেগুলিকে চরাইতেছিল, তাহারা পলায়ন করিয়া নগরে ও পল্লীতে পল্লীতে গিয়া সংবাদ দিল। তখন কি ঘটিয়াছে, দেখিবার জন্য লোকেরা আসিল; অধ্যায় দেখুন |