মার্ক 4:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 আর দৃষ্টান্ত ব্যতিরেকে তাহাদিগকে কিছুই বলিতেন না; পরে বিরলে আপন শিষ্যদিগকে সমস্ত বুঝাইয়া দিতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 আর দৃষ্টান্ত ছাড়া তাদেরকে কিছুই বলতেন না; পরে বিরলে তাঁর সাহাবীদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিতেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 রূপক ব্যবহার না করে তিনি তাদের কাছে কোনো কথাই বললেন না। কিন্তু তিনি তাঁর শিষ্যদের সঙ্গে একান্তে থাকার সময়, তাঁদের কাছে সবকিছুই ব্যাখ্যা করতেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)34 kintu drishtánta byatireke táhádigake kichui kahiten ná; pare bijane ápan shishyadigake samaster tátparjya bujháiten. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 উপমা ছাড়া তিনি তাদের কিছু বলতেন না কিন্তু পরে একান্তে তিনি নিজের শিষ্যদের সব ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 আর দৃষ্টান্ত ব্যতিরেকে তাহাদিগকে কিছুই বলিতেন না; পরে বিরলে আপন শিষ্যদিগকে সমস্ত বুঝাইয়া দিতেন। অধ্যায় দেখুন |