মার্ক 4:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 তাহাতে তাহা ফলহীন হয়। আর যাহারা উত্তম ভূমিতে উপ্ত, তাহারা এমন লোক, যাহারা সেই বাক্য শুনিয়া গ্রাহ্য করে, এবং কেহ ত্রিশ গুণ, কেহ ষাট গুণ, ও কেহ শত গুণ, ফল দেয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর যারা উত্তম ভূমিতে বপন করা বীজের মত, তারা এমন লোক, যারা সেই কালাম শুনে গ্রাহ্য করে এবং কেউ ত্রিশ গুণ, কেউ ষাট গুণ ও কেউ শত গুণ ফল দেয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 আর, যারা উৎকৃষ্ট জমিতে বপন করা বীজের মতো, তারা বাক্য শুনে তা গ্রহণ করে এবং যা বপন করা হয়েছিল, তার ত্রিশগুণ, ষাটগুণ, এমনকি, শতগুণ পর্যন্ত ফল উৎপন্ন করে।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)20 Ár jáhárá urbará bhúmite bíj páy, táhárá emat lok, jáhárá bákyaṭí shraban kariyá gráhya kare, ebaṇg keha trish gun o keha shashti gun, o keha shata gun phal utpanna kare. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 ভাল মাটিতে বোনা বলতে তাদেরই বোঝায় যারা বাক্য শোনে, তা গ্রহণ করে এবং কেউ ত্রিশগুণ, কেউ ষাটগুণ ও কেউ বা শতগুণ ফসল ফলায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর যাহারা উত্তম ভূমিতে উপ্ত, তাহারা এমন লোক, যাহারা সেই বাক্য শুনিয়া গ্রাহ্য করে, এবং কেহ ত্রিশ গুণ, কেহ ষাট গুণ, ও কেহ শত গুণ, ফল দেয়। অধ্যায় দেখুন |