Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 4:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

18 আর অন্য যাহারা কাঁটাবনের মধ্যে উপ্ত, তাহারা এমন লোক,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আর যারা কাঁটাবনের মধ্যে বপন করা বীজের মত, তারা এমন লোক,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 আরও কিছু লোক, কাঁটাঝোপে ছড়ানো বীজের মতো। তারা বাক্য শ্রবণ করে,

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

18 Ár jáhárá kanṭaker madhye bíj páy, táhárá emat lok, jáhárá bákyaṭi shune baṭe,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 কাঁটাঝোপের মধ্যে বোনা বলতে তাদেরই বোঝায় যারা বাক্য শোনে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর অন্য যাহারা কাঁটাবনের মধ্যে উপ্ত, তাহারা এমন লোক, যাহারা বাক্যটী শুনিয়াছে,

অধ্যায় দেখুন কপি




মার্ক 4:18
6 ক্রস রেফারেন্স  

আর যাহা কাঁটাবনের মধ্যে পড়িল, তাহারা এমন লোক, যাহারা শুনিয়াছে, কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা ও ধন ও সুখভোগের দ্বারা চাপা পড়ে, এবং পক্ব ফল উৎপন্ন করে না।


আর যে কাঁটাবনের মধ্যে উপ্ত, এ সেই যে সেই বাক্য শুনে, আর সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে, তাহাতে সে ফলহীন হয়।


কারণ সদাপ্রভু যিহূদার ও যিরূশালেমের লোকদিগকে এই কথা কহেন, তোমরা আপনাদের পতিত ভূমি চাষ কর, কণ্টকবনের মধ্যে বীজ বপন করিও না।


আর কতক বীজ কাঁটাবনের মধ্যে পড়িল, তাহাতে কাঁটাবন বাড়িয়া তাহা চাপিয়া রাখিল, তাহার ফল ধরিল না।


আর তাহাদের অন্তরে মূল নাই, কিন্তু তাহারা অল্পকাল মাত্র স্থির থাকে, পরে সেই বাক্য হেতু ক্লেশ কিম্বা তাড়না ঘটিলে তৎক্ষণাৎ বিঘ্ন পায়।


যাহারা বাক্যটি শুনিয়াছে, কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়া ঐ বাক্য চাপিয়া রাখে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন