মার্ক 3:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 পরে যাহারা তাঁহার চারিদিকে বসিয়াছিল, তিনি তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, এই দেখ, আমার মাতা ও আমার ভ্রাতৃগণ; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 পরে যারা তাঁর চারদিকে বসেছিল তিনি তাদের প্রতি দৃষ্টিপাত করে বললেন, এই দেখ, আমার মা ও আমার ভাইয়েরা; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 তারপর, যারা তাঁর চারপাশে গোল করে বসেছিল, তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, “এরাই হল আমার মা ও ভাইয়েরা! অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)34 Pare tini ápanár cári dige upabishta lokder prati abalokan kariyá kahilen, Ei dekha, ámár mátá o ámár bhrátrigan. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 যারা তাঁর চারিদিকে বসেছিল, তাদের সকলের দিকে একবার দেখে নিয়ে তিনি বললেন, এই দেখ এখানে রয়েছে আমার মা ও ভাইয়েরা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 পরে যাহারা তাঁহার চারিদিকে বসিয়াছিল, তিনি তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, এই দেখ, আমার মাতা ও আমার ভ্রাতৃগণ; অধ্যায় দেখুন |