মার্ক 3:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 আর অগ্রে সেই বলবান ব্যক্তিকে না বাঁধিলে কেহ তাহার ঘরে প্রবেশ করিয়া তাহার দ্রব্য লুণ্ঠন করিতে পারে না; কিন্তু বাঁধিলে পর সে তাহার ঘর লুণ্ঠন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 আর আগে সেই বলবান ব্যক্তিকে না বাঁধলে কেউ তার ঘরে প্রবেশ করে তার দ্রব্য লুট করতে পারে না; কিন্তু বাঁধলে পর সে তার ঘর লুট করতে পারবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 বস্তুত, শক্তিশালী ব্যক্তির ধনসম্পত্তি লুট করতে হলে, প্রথমেই তাকে বেঁধে ফেলতে হয়, তা না হলে তার ঘরে ঢুকে তার সম্পত্তি লুট করা অসম্ভব। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)27 Ár agre sei balabán byaktike ná bándhile keha táhár grihe prabishta haiyá drabyádi luṭ karite páre ná; kintu bándhile par se táhár ghar luṭ‐paṭ karibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 কোন শক্তিমান লোককে আগে বেঁধে ফেলতে না পারলে তার বাড়িতে কারও পক্ষে ঢোকাও সম্ভব নয়, তার জিনিসপত্র লুঠ করাও সম্ভব নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 আর অগ্রে সেই বলবান্ ব্যক্তিকে না বাঁধিলে কেহ তাহার ঘরে প্রবেশ করিয়া তাহার দ্রব্য লুট করিতে পারে না; কিন্তু বাঁধিলে পর সে তাহার ঘর লুট করিবে। অধ্যায় দেখুন |