মার্ক 3:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 আর শয়তান যদি আপনার বিপক্ষে উঠে, ও ভিন্ন হয়, তবে সেও স্থির থাকিতে পারে না, কিন্তু তাহার শেষ হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আর শয়তান যদি নিজের বিপক্ষে উঠে ও ভাগ হয়ে যায় তবে সেও স্থির থাকতে পারে না এবং সেখানেই তার শেষ হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 এভাবে শয়তান যদি নিজেরই বিরুদ্ধে যায় ও বিভক্ত হয়, তাহলে সেও আর টিকে থাকতে পারে না। অর্থাৎ তার সমাপ্তি সন্নিকট। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)26 Temani Shaytán jadi ápanár bipakshe uṭhiyá bhinna hay, tabe se‐o sthir thákite páre ná, kintu ucchinna hay. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 সেইভাবে শয়তান যদি স্ববিরোধী হয়ে নিজেদের মধ্যে ভাঙ্গন ধরায়, তাহলে সে নিজেই টিকতে পারবে না। শেষ হয়ে যাবে সে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আর শয়তান যদি আপনার বিপক্ষে উঠে, ও ভিন্ন হয়, তবে সেও স্থির থাকিতে পারে না, কিন্তু তাহার শেষ হয়। অধ্যায় দেখুন |