মার্ক 3:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 পরে তিনি গৃহে আসিলেন, আর পুনর্বার এত লোকের সমাগম হইল যে, তাঁহারা আহার করিতেও পারিলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 পরে তিনি বাড়িতে আসলে পর পুনর্বার এত লোকের জমায়েত হল যে, তাঁরা আহার করতেও পারলেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 এরপর যীশু এক বাড়িতে প্রবেশ করলেন, কিন্তু সেখানেও আবার এত লোক ভিড় জমালো যে, তিনি ও তাঁর শিষ্যেরা খাওয়াদাওয়া করার সময়ই পেলেন না। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)20 Tadanantar táṇhárá grihe áile punarbár eman janatár samágam haila, je táṇhárá áhár karite‐o párilen ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 এরপর যীশু বাড়িতে ফিরে গেলেন। বহুলোক আবার ভিড় করে এল যীশুর কাছে। যীশু ও তাঁর শিষ্যরা খাবার সময় পর্যন্ত পেলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 পরে তিনি গৃহে আসিলেন, আর পুনর্ব্বার এত লোকের সমাগম হইল যে, তাঁহারা আহার করিতেও পারিলেন না। অধ্যায় দেখুন |