মার্ক 2:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আর এত লোক তাঁহার নিকটে একত্র হইল যে, দ্বারের কাছেও আর স্থান রহিল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আর এত লোক তাঁর কাছে একত্রিত হল যে, দরজার কাছেও আর স্থান রইলো না। আর তিনি তাদের কাছে পাক-কালাম তবলিগ করতে লাগলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 ফলে সেই বাড়িতে অসংখ্য লোক জড়ো হল; এমনকি, দরজার বাইরেও তিল ধারণের স্থান রইল না। যীশু তাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)2 tatkshanát eta lok táṇhár nikaṭe ekatra haila, je dvárer catúrdige‐o ár sthán haila ná. Ár tini táháder prati [Íshvarer] bákya kahite lágilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 ফলে সেখানে এত লোক এসে জড়ো হল যে দরজার সামনে পর্যন্ত একটুও জায়গা রইল না। যীশু তাদের কাছে প্রচার করতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর এত লোক তাঁহার নিকটে একত্র হইল যে, দ্বারের কাছেও আর স্থান রহিল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। অধ্যায় দেখুন |