মার্ক 16:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 তিনিই গিয়া, যাঁহারা যীশুর সঙ্গে থাকিতেন, তাঁহাদিগকে সংবাদ দিলেন, তখন তাঁহারা শোক ও রোদন করিতেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তিনিই গিয়ে যাঁরা ঈসার সঙ্গে থাকতেন তাঁদেরকে সংবাদ দিলেন, তখন তাঁরা শোক ও কান্নাকাটি করছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তিনি গিয়ে যারা যীশুর সঙ্গে ছিলেন ও কান্নাকাটি এবং বিলাপ করছিলেন, তাঁদের কাছে সেই সংবাদ দিলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)10 Se giyá shok o rodankári táṇhár púrba sangidigake saṇgbád dila; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তিনিই যীশুর শোকার্ত ভক্ত শিষ্যদের এই সংবাদ দিয়েছিলেন। সেই সময় তাঁরা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তিনিই গিয়া, যাঁহারা যীশুর সঙ্গে থাকিতেন, তাঁহাদিগকে সংবাদ দিলেন, তখন তাঁহারা শোক ও রোদন করিতেছিলেন। অধ্যায় দেখুন |