মার্ক 14:62 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)62 যীশু কহিলেন, আমি সেই; আর তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে ও আকাশের মেঘসহ আসিতে দেখিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস62 ঈসা বললেন, আমি সেই; আর তোমরা ইবনুল-ইনসানকে পরাক্রমের ডান পাশে বসে থাকতে ও আসমানের মেঘসহ আসতে দেখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ62 যীশু বললেন, “আমিই তিনি। আর তোমরা মনুষ্যপুত্রকে সেই সর্বশক্তিমান ঈশ্বরের ডানদিকে বসে থাকতে ও স্বর্গের মেঘে করে আসতে দেখবে।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)62 Jíshu kahilen, Ámi baṭi; ár tomará Manushya‐puttrake parákramer dakshin párshve basiyá thákite o ákásher megher sahit ásite dekhibá. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)62 যীশু বললেন, আমিই তিনি। তোমরা দেখবে, মানবপুত্র সর্বশক্তিমানের দক্ষিণে উপবিষ্ট এবং মেঘবাহনে স্বর্গ থেকে নেমে আসছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)62 যীশু কহিলেন, আমি সেই; আর তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে ও আকাশের মেঘসহ আসিতে দেখিবে। অধ্যায় দেখুন |