মার্ক 14:60 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)60 তখন মহাযাজক মধ্যস্থানে দাঁড়াইয়া যীশুকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি কিছুই উত্তর দিবে না? তোমার বিরুদ্ধে ইহারা কি সাক্ষ্য দিতেছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস60 তখন মহা-ইমাম মধ্যস্থানে দাঁড়িয়ে ঈসাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোন উত্তরই দেবে না? তোমার বিরুদ্ধে এরা কি সাক্ষ্য দিচ্ছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ60 তখন মহাযাজক তাদের সামনে উঠে দাঁড়ালেন ও যীশুকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি উত্তর দেবে না? তোমার বিরুদ্ধে এরা যেসব সাক্ষ্য-প্রমাণ এনেছে, সেগুলি কী?” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)60 Takhan mahájájak uṭhiyá madhyastháne ḍáṇṛáiyá Jíshuke jijnásila, Tumi ki kichui uttar dibá ná? Tomár bipakshe ihárá ki sákshya diteche? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)60 তখন প্রধান পুরোহিত সকলের সামনে দাঁড়িয়ে যীশুকে প্রশ্ন করতে লাগলেন, তোমার বিরুদ্ধে এদের এই অভিযোগ সম্বন্ধে তোমার কি কিছুই বলার নেই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)60 তখন মহাযাজক মধ্যস্থানে দাঁড়াইয়া যীশুকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি কিছুই উত্তর দিবে না? তোমার বিরুদ্ধে ইহারা কি সাক্ষ্য দিতেছে? কিন্তু তিনি নীরব রহিলেন, অধ্যায় দেখুন |