মার্ক 14:53 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)53 পরে তাহারা যীশুকে মহাযাজকের নিকটে লইয়া গেল; তাঁহার সঙ্গে প্রধান যাজকগণ, প্রাচীনবর্গ ও অধ্যাপকেরা সকলে সমবেত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস53 পরে তারা ঈসাকে মহা-ইমামের কাছে নিয়ে গেল; তাঁর সঙ্গে প্রধান ইমামেরা, প্রাচীনবর্গরা ও আলেমেরা সকলে সমবেত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ53 তারা যীশুকে মহাযাজকের কাছে নিয়ে গেল। আর সব প্রধান যাজকেরা, লোকদের প্রাচীনবর্গ ও শাস্ত্রবিদরা সমবেত হয়েছিল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)53 Apar táhárá Jíshuke mahájájaker nikaṭe laiyá gela; táhár sange pradhán jájakgan o prácínbarga o shastrádhyápakerá sakale sabhástha haila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)53 তারার যীশুকে নিয়ে গেল প্রধান পুরোহিতের কাছে। তখন পুরোহিতদের নেতৃবৃন্দ, সমাজপতিরা ও শাস্ত্রীরা একত্রিত হলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)53 পরে তাহারা যীশুকে মহাযাজকের নিকটে লইয়া গেল; তাঁহার সঙ্গে প্রধান যাজকগণ, প্রাচীনবর্গ ও অধ্যাপকেরা সকলে সমবেত হইল। অধ্যায় দেখুন |