মার্ক 14:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 এই তৈল ত বিক্রয় করিলে তিনশত সিকিরও অধিক পাওয়া যাইত, এবং তাহা দরিদ্রদিগকে দিতে পারা যাইত। আর তাহারা সেই স্ত্রীলোকটির প্রতি বিরক্তি প্রকাশ করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এই তেল তো বিক্রি করলে তিন শত সিকিরও বেশি পাওয়া যেত এবং তা দরিদ্রদেরকে দান করা যেত। আর তারা সেই স্ত্রীলোকটির প্রতি বিরক্তি প্রকাশ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 এটি বিক্রি করে তো তিনশো দিনারেরও বেশি অর্থ পাওয়া যেত ও দরিদ্রদের দান করা যেত।” তারা রূঢ়ভাবে তাকে তিরস্কার করল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)5 Ei taila bikray kariyá tin shater adhik shiki páiyá daridradigake dite párá jáita. Ihá baliyá ai strír prati uttejita haila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তিনশো দীনারের চেয়েও বেশী দামে এই আতর বিক্রী করে গরীবদের দেওয়া যেত। তার উপর তারা খুব বিরক্ত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 এই তৈল ত বিক্রয় করিলে তিন শত সিকিরও অধিক পাওয়া যাইত, এবং তাহা দরিদ্রদিগকে দিতে পারা যাইত। আর তাহারা সেই স্ত্রীলোকটীর প্রতি বিরক্তি প্রকাশ করিল। অধ্যায় দেখুন |