মার্ক 14:49 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)49 আমি প্রতিদিন ধর্মধামে তোমাদের নিকটে থাকিয়া উপদেশ দিয়াছি, তখন ত আমায় ধরিলে না; কিন্তু শাস্ত্রের বচনগুলি সফল হওয়া আবশ্যক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 আমি প্রতিদিন বায়তুল-মোকাদ্দসে তোমাদের কাছে থেকে উপদেশ দিয়েছি, তখন তো আমায় ধরলে না; কিন্তু পাক-কিতাবের কালাম সফল হওয়া আবশ্যক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ49 প্রতিদিন আমি তোমাদের সঙ্গে থেকে মন্দির চত্বরে বসে শিক্ষা দিয়েছি, তখন তো তোমরা আমাকে গ্রেপ্তার করোনি। কিন্তু শাস্ত্রবাণী অবশ্যই পূর্ণ হতে হবে।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)49 Ámi to mandire upadesh dite dite pratidin tomáder nikaṭe chilám, takhan ámáke dharilá ná; kintu shastrer bacan saphal hawá ábashyak. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 দিনের পর দিন মন্দিরে আমি তোমাদের সামনেই উপদেশ দিয়েছি, তখন তো তোমরা আমায় গ্রেপ্তার করনি। কিন্তু শাস্ত্রের বচন সফল হরবেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 আমি প্রতিদিন ধর্ম্মধামে তোমাদের নিকটে থাকিয়া উপদেশ দিয়াছি, তখন ত আমায় ধরিলে না; কিন্তু শাস্ত্রের বচনগুলি সফল হওয়া আবশ্যক। অধ্যায় দেখুন |