মার্ক 14:48 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)48 তখন যীশু তাহাদিগকে কহিলেন, যেমন দস্যু ধরিতে যায়, তেমনি কি তোমরা খড়্গ ও যষ্টি লইয়া আমাকে ধরিতে আসিলে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস48 তখন ঈসা তাদেরকে বললেন, যেমন দস্যু ধরতে যায়, তেমনি কি তোমরা তলোয়ার ও লাঠি নিয়ে আমাকে ধরতে আসলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ48 যীশু বললেন, “আমি কি কোনও বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছি যে, তোমরা তরোয়াল ও লাঠিসোঁটা নিয়ে আমাকে ধরতে এসেছ? অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)48 Pare Jíshu ai lokdigake kahilen, Tomará khaṛga o jashti laiyá ki dasyu baliyá ámáke dharite áilá? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)48 যীশু তাঁদের বললেন, যেভাবে অস্ত্রশস্ত্র নিয়ে লোকে ডাকাত ধরতে যায়, সেইভাবে তোমরা কেন আমায় ধরতে এসেছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)48 তখন যীশু তাহাদিগকে কহিলেন, যেমন দস্যু ধরিতে যায়, তেমনি কি তোমরা খড়গ ও যষ্টি লইয়া আমাকে ধরিতে আসিলে? অধ্যায় দেখুন |