মার্ক 14:41 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)41 পরে তিনি তৃতীয়বার আসিয়া তাঁহাদিগকে কহিলেন, এখন তোমরা নিদ্রা যাও, বিশ্রাম কর; যথেষ্ট হইয়াছে; সময় উপস্থিত, দেখ, মনুষ্যপুত্র পাপীদের হস্তে সমর্পিত হন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 পরে তিনি তৃতীয়বার এসে তাঁদেরকে বললেন, এখনও তোমরা ঘুমাচ্ছ ও বিশ্রাম করছো; যথেষ্ট হয়েছে; সময় উপস্থিত, দেখ, ইবনুল-ইনসানকে গুনাহ্গারদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 তৃতীয়বার তিনি ফিরে এসে তাঁদের বললেন, “তোমরা কি এখনও ঘুমিয়ে আছ ও বিশ্রাম করছ? যথেষ্ট হয়েছে! সময় হয়েছে। দেখো, মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)41 Pare tini tritíya bár ásiyá táhádigake kahilen, Tabe tomará nidrita haiyá bishrám karitecha? jatheshta haiyáche; samay upasthita, dekha, Manushyaputtra pápider haste samarpita han. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 যীশু তাঁদের কাছে তৃতীয়বার এলেন, এসে বললেন, এখনও ঘুমাচ্ছ, বিশ্রাম করছ? যথেষ্ট হয়েছে, সময় ঘনিয়ে এসেছে! দেখ, মানবপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 পরে তিনি তৃতীয় বার আসিয়া তাঁহাদিগকে কহিলেন, এখন তোমরা নিদ্রা যাও, বিশ্রাম কর; যথেষ্ট হইয়াছে; সময় উপস্থিত, দেখ, মনুষ্যপুত্র পাপীদের হস্তে সমর্পিত হন। অধ্যায় দেখুন |