মার্ক 14:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)37 পরে তিনি আসিয়া দেখিলেন, তাঁহারা ঘুমাইয়া পড়িয়াছেন, আর তিনি পিতরকে কহিলেন, শিমোন, তুমি কি ঘুমাইয়া পড়িয়াছ? এক ঘণ্টাও কি জাগিয়া থাকিতে তোমার শক্তি হইল না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 পরে তিনি এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, শিমোন, তুমি কি ঘুমিয়ে পড়েছো? এক ঘণ্টাও কি জেগে থাকতে তোমার শক্তি হল না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, “শিমোন, তুমি কি ঘুমিয়ে পড়েছ? তুমি এক ঘণ্টাও জেগে থাকতে পারলে না? অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)37 Pare tini ásiyá táhádigake nidrita dekhiyá Pitarke kahilen, Shimon, tumi ki nidrá gelá? ek ghanṭáo jagiyá thákite ki tomár shakti chila ná? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 তারপর ফিরে এসে তিনি দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন। তখন পিতরকে তিনি বললেন, শিমোন, তুমি ঘুমাচ্ছ? এক ঘণ্টাও জেগে থাকতে পারলে না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 পরে তিনি আসিয়া দেখিলেন, তাঁহারা ঘুমাইয়া পড়িয়াছেন, আর তিনি পিতরকে কহিলেন, শিমোন, তুমি কি ঘুমাইয়া পড়িয়াছ? এক ঘন্টাও কি জাগিয়া থাকিতে তোমার শক্তি হইল না? অধ্যায় দেখুন |