মার্ক 14:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 পরে তিনি পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে লইয়া গেলেন, এবং অত্যন্ত বিস্ময়াপন্ন ও উৎকন্ঠিত হইতে লাগিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 পরে তিনি পিতর, ইয়াকুব ও ইউহোন্নাকে সঙ্গে নিয়ে গেলেন এবং মনে অত্যন্ত যন্ত্রণা পেতে ও উদ্বিগ্ন হতে লাগলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 তিনি পিতর, যাকোব ও যোহনকে তাঁর সঙ্গে নিলেন এবং গভীর মর্মবেদনাগ্রস্ত ও উৎকণ্ঠিত হয়ে উঠলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)33 Pare tini Pitarke o Jákobke o Johanke sange laiyá giyá atyanta bismayápanna o utkanṭhita haite lágilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 পিতর, যাকোব আর যোহনকে যীসু সঙ্গে নিয়ে গেলেন। তিনি দুঃখে অভিভূত ও বিচলিত হয়ে পড়লেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 পরে তিনি পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে লইয়া গেলেন, এবং অত্যন্ত বিস্ময়াপন্ন ও উৎকণ্ঠিত হইতে লাগিলেন। অধ্যায় দেখুন |