মার্ক 14:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 আর তিনি তাঁহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর তিনি তাঁদেরকে বললেন, এ আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য ঢেলে দেওয়া হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তিনি তাঁদের বললেন, “এ আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য পাতিত হয়েছে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)24 Ár tini táhádigake kahilen, Ihá ámár raḳta, nútan niyameri raḳta, jáhá aneker nimitte pátita hay. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 যীশু তাঁদের বললেন, ঈশ্বরের সঙ্গে সম্বন্ধের প্রতীক এই আমার রক্ত, যা বহুজনের জন্য নিঃসারিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর তিনি তাঁহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়। অধ্যায় দেখুন |