মার্ক 14:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তাঁহারা ভোজন করিতেছেন, এমন সময়ে তিনি রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙ্গিলেন এবং তাঁহাদিগকে দিলেন, আর কহিলেন, তোমরা লও, ইহা আমার শরীর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তাঁরা ভোজন করছেন, এমন সময়ে তিনি রুটি নিয়ে দোয়াপূর্বক ভাঙ্গলেন এবং তাঁদেরকে দিলেন, আর বললেন, তোমরা নেও, এ আমার শরীর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তাঁরা যখন আহার করছিলেন, যীশু রুটি নিলেন, ধন্যবাদ দিলেন ও তা ভাঙলেন। আর তিনি তাঁর শিষ্যদের দিলেন ও বললেন, “তোমরা নাও; এ আমার শরীর।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)22 Apar táṇháder bhojan samaye Jíshu ruṭí laiyá ásírbád púrbak bhángiyá táhádigake dilen, ebaṇg kahilen, Ihá laiyá bhojan kara, ihá ámár sharír. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 তাঁরার সকলে খেতে বসলে যীশু রুটি হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, তারপর টুকরো টুকরো করে শিষ্যদের দিয়ে বললেন, এই নাও, আমার দেহ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তাঁহারা ভোজন করিতেছেন, এমন সময়ে তিনি রুটী লইয়া আশীর্ব্বাদপূর্ব্বক ভাঙ্গিলেন এবং তাঁহাদিগকে দিলেন, আর কহিলেন, তোমরা লও, ইহা আমার শরীর। অধ্যায় দেখুন |