মার্ক 14:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 সে কি আমি? তিনি তাঁহাদিগকে কহিলেন, এই বারো জনের মধ্যে একজন, যে আমার সঙ্গে ভোজনপাত্রে হাত ডুবাইতেছে, সেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তিনি তাঁদেরকে বললেন, এই বারো জনের মধ্যে এক জন, যে আমার সঙ্গে ভোজনপাত্রে হাত ডুবাচ্ছে, সেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 তিনি উত্তর দিলেন, “সে এই বারোজনের মধ্যেই একজন, যে আমার সঙ্গে খাবারের পাত্রে রুটি ডুবালো। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)20 Tini táhádigake kahilen, Ei dvádasher madhye ek jan arthát je ámár sange bhojan‐pátre hasta magna kare, sei. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 তিনি তাঁদের বললেন, সে বারোজনেরই একজন, আমারই সঙ্গে সে বাটিতে রুটি ডুবাচ্ছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তিনি তাঁহাদিগকে বলিলেন, এই বারো জনের মধ্যে এক জন, যে আমার সঙ্গে ভোজনপাত্রে হাত ডুবাইতেছে, সেই। অধ্যায় দেখুন |