মার্ক 14:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তাহাতে সেই ব্যক্তি তোমাদিগকে উপরের একটি সুসজ্জিত প্রশস্ত কুঠরি দেখাইয়া দিবে, সেই স্থানে আমাদের জন্য প্রস্তুত করিও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তাতে সেই ব্যক্তি তোমাদেরকে উপরের একটি সুসজ্জিত প্রশস্ত কুঠরী দেখিয়ে দেবে, সেই স্থানে আমাদের জন্য ভোজ প্রস্তুত করো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 সে তোমাদের উপরতলায় একটি বড়ো ঘর দেখাবে। তা সুসজ্জিত ও প্রস্তুত অবস্থায় আছে। আমাদের জন্য সেখানেই সব আয়োজন কোরো।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)15 Táháte se byakti ásanádite susajjita dvitíya tálár ek prashasta kuṭharí dekháiyá dibe, sei stháne ámáder janye prastut kara. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তখন তিনি তোমাদের ওপরের তলায় একটি বড় সুসজ্জিত ঘর দেখিয়ে দেবেন। ঘরটি ভোজের জন্যই। সেখানেই ভোজের আয়োজন করো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তাহাতে সে ব্যক্তি তোমাদিগকে উপরের একটী সাজান বড় কুঠরী দেখাইয়া দিবে, সেই স্থানে আমাদের জন্য প্রস্তুত করিও। অধ্যায় দেখুন |