মার্ক 13:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 কোন ব্যক্তি যেন আপন গৃহ ছাড়িয়া বিদেশে গিয়া প্রবাস করিতেছেন; আর তিনি আপন দাসদিগকে ক্ষমতা দিয়াছেন, প্রত্যেকের কার্য নিরূপণ করিয়া দিয়াছেন, এবং দ্বারীকে জাগিয়া থাকিতে আদেশ করিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 কোন ব্যক্তি যেন তার বাড়ি ছেড়ে বিদেশে গিয়ে প্রবাস করছেন; আর তিনি তার গোলামদেরকে ক্ষমতা দিয়েছেন, প্রত্যেকের কাজ নির্ধারণ করে দিয়েছেন এবং দারোয়ানকে জেগে থাকতে হুকুম করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 এ যেন কোনো ব্যক্তি বাড়ি ছেড়ে যাচ্ছেন; তিনি তাঁর বাড়ি ত্যাগ করে তাঁর দাসদের উপরে সমস্ত দায়িত্ব দিলেন। তিনি প্রত্যেককে তার নির্দিষ্ট কাজ দিলেন এবং দ্বাররক্ষীকে সতর্ক পাহারা দিতে বললেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)34 Deshántargata grihastha jena ápan báṭí tyág kariyá nij dásdigake kshamatá diyá pratyeker karma nirúpan kariyáchen, ebaṇg dvárike jágrat thákite ájná kariyáchen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 মনে কর, কোন ব্যক্তি বিদেশে যাবার সময় ভৃত্যদের হাতে বাড়ির সমস্ত ভার দিয়ে চলে গেলেন। তাদের প্রত্যেককে কাজের ভার দিলেন, দ্বার রক্ষীকে সজাগ থাকতে বলে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 কোন ব্যক্তি যেন আপন বাটী ছাড়িয়া বিদেশে গিয়া প্রবাস করিতেছেন; আর তিনি আপন দাসদিগকে ক্ষমতা দিয়াছেন, প্রত্যেকের কার্য্য নিরূপণ করিয়া দিয়াছেন, এবং দ্বারীকে জাগিয়া থাকিতে আদেশ করিয়াছেন। অধ্যায় দেখুন |