মার্ক 12:42 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)42 পরে একটি দরিদ্র বিধবা আসিয়া দুইটি ক্ষুদ্র মুদ্রা তাহাতে রাখিল, যাহার মূল্য সিকি পয়সা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 পরে একটি দরিদ্রা বিধবা এসে দু’টি ক্ষুদ্র মুদ্রা তাতে রাখল, যার মূল্য সিকি পয়সা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 কিন্তু একজন দরিদ্র বিধবা এসে তার মধ্যে খুব ছোটো দুটি তামার পয়সা রাখল, যার মূল্য সিকি পয়সা মাত্র। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)42 Pare ek daridrá bidhabá ásiyá duiṭí kshudra mudrá arthát ek payasár caturtháṇgsha táháte rákhila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)42 এক দরিদ্র বিধবা সেখানে এসে দুটি তামার মুদ্রা রাখল, যারর মূল্য নিতান্ত অল্প। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 পরে একটী দরিদ্রা বিধবা আসিয়া দুইটী ক্ষুদ্র মুদ্রা তাহাতে রাখিল, যাহার মূল্য সিকি পয়সা। অধ্যায় দেখুন |