মার্ক 12:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 আর অধ্যাপকদের একজন নিকটে আসিয়া তাঁহাদিগকে তর্ক বিতর্ক করিতে শুনিয়া, এবং যীশু তাঁহাদিগকে বিলক্ষণ উত্তর দিয়াছেন জানিয়া, তাঁহাকে জিজ্ঞাসা করিল, সকল আজ্ঞার মধ্যে কোন্টি প্রথম? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আর আলেমদের এক জন কাছে এসে তাদেরকে তর্ক বিতর্ক করতে শুনে এবং ঈসা তাদেরকে বিলক্ষণ উত্তর দিয়েছেন জেনে তাঁকে জিজ্ঞাসা করলো, সকল হুকুমের মধ্যে কোন্টি প্রথম? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 শাস্ত্রবিদদের মধ্যে একজন এসে তাদের তর্কবিতর্ক করতে শুনলেন। যীশু তাদের ভালো উত্তর দিয়েছেন লক্ষ্য করে তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, “সব আজ্ঞার মধ্যে কোনটি সর্বাপেক্ষা মহৎ?” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)28 Táṇháder eman bicár shuniyá ek jan shástrádhyápak nikaṭ ásiyá, Jíshu táháder katháy bilakshan uttar diyáchen, ihá abagata hawáte táṇháke jijnásá karila, Sakal ájnár madhye kon ájná pratham? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 একজন শাস্ত্রী সেখানে দাঁড়িয়ে তাঁদের বিতর্ক শুনছিলেন। তিনি যখন দেখলেন, যীশু তাদের উপযুক্ত উত্তর দিয়েছেন, তখন তিনি যীশুকে জিজ্ঞাসা করলেন, কোন আজ্ঞাটি সর্বপ্রধান? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আর অধ্যাপকদের এক জন নিকটে আসিয়া তাঁহাদিগকে তর্ক বিতর্ক করিতে শুনিয়া, এবং যীশু তাঁহাদিগকে বিলক্ষণ উত্তর দিয়াছেন জানিয়া, তাঁহাকে জিজ্ঞাসা করিল, সকল আজ্ঞার মধ্যে কোন্টী প্রথম? অধ্যায় দেখুন |