Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 11:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়াছিল, তাহাদের মধ্যে কেহ কেহ বলিল, গর্দভ-শাবকটি খুলিয়া কি করিতেছ?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তাতে যারা সেখানে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ বললো, গাধার বাচ্চাটিকে খুলে কি করছো?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক জিজ্ঞাসা করল, “তোমরা কী করছ? শাবকটির বাঁধন খুলছ কেন?”

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

5 Táháte se stháne danḍáyamán lokder madhye keha keha kahila, gardabha‐shabakṭí kena khulitecha?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তাঁরা তার বাঁধন খুলতেই যারা সেখানে দাঁড়িয়েছিল, তারা জিজ্ঞাসা করল, কি করছ তোমরা, খুলছ কেন ওটাকে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়া ছিল, তাহাদের মধ্যে কেহ কেহ বলিল, গর্দ্দভশাবকটী খুলিয়া কি করিতেছ?

অধ্যায় দেখুন কপি




মার্ক 11:5
3 ক্রস রেফারেন্স  

তাঁহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ঐ গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে, একটি গর্দভী বাঁধা আছে, আর তাঁহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আন।


তখন তাঁহারা গিয়া দেখিতে পাইলেন, একটি গর্দভ-শাবক কোন দ্বারের নিকটে, বাহিরে বাঁধা রহিয়াছে, আর তাহা খুলিতে লাগিলেন।


তাহাতে যীশু যেমন বলিয়াছিলেন, তাঁহারা উহাদিগকে সেই মত বলিলেন, আর উহারা তাঁহাদিগকে উহা লইয়া যাইতে দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন