মার্ক 11:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 পরে তাঁহারা আবার যিরূশালেমে আসিলেন; আর তিনি ধর্মধামের মধ্যে বেড়াইতেছেন, এমন সময়ে প্রধান যাজকেরা, অধ্যাপকগণ ও প্রাচীনবর্গ তাঁহার নিকটে আসিয়া তাঁহাকে বলিল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 পরে তাঁরা আবার জেরুশালেমে আসলেন; আর তিনি বায়তুল-মোকাদ্দসের মধ্যে বেড়াচ্ছিলেন, এমন সময়ে প্রধান ইমামেরা, আলেমেরা ও প্রাচীনবর্গরা তাঁর কাছে এসে তাঁকে বললো, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 তাঁরা পুনরায় জেরুশালেমে এলেন। যীশু যখন মন্দির চত্বরে হেঁটে যাচ্ছিলেন, তখন প্রধান যাজকেরা, শাস্ত্রবিদরা ও লোকদের প্রাচীনবর্গ তাঁর কাছে এল। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)27 Anantar táṇhárá punarbár Jirúsháleme áilen; pare tini mandirer madhye gamanágaman karitechen, eman samaye pradhán jájakerá o shástrádhyápakerá ebaṇg prácínbarga táṇhár nikaṭe ásiyá অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 তাঁরা আবার এলেন জেরুশালেমে। মন্দিরের মধ্যে যীশু যখন ঘুরে বেড়াচ্ছিলেন তখন নেতৃস্থানীয় পুরোহিত, শাস্ত্রী ও সমাজপতিরা তাঁর কাছে এসে জিজ্ঞাসা করলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 পরে তাঁহারা আবার যিরূশালেমে আসিলেন; আর তিনি ধর্ম্মধামের মধ্যে বেড়াইতেছেন, এমন সময়ে প্রধান যাজকেরা, অধ্যাপকগণ ও প্রাচীনবর্গ তাঁহার নিকটে আসিয়া তাঁহাকে বলিল, অধ্যায় দেখুন |