মার্ক 11:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 পরে যখন তাঁহারা যিরূশালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে দুই জনকে পাঠাইয়া দিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 পরে যখন তাঁরা জেরুশালেমের নিকটবর্তী হয়ে জৈতুন পর্বতে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামে আসলেন, তখন তিনি তাঁর সাহাবীদের মধ্যে দুই জনকে পাঠিয়ে দিলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 তাঁরা জেরুশালেমের কাছাকাছি এসে যখন জলপাই পর্বতের ধারে বেথফাগ ও বেথানি গ্রামে উপস্থিত হলেন, তখন যীশু তাঁর দুজন শিষ্যকে এই বলে পাঠালেন, অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)1 Anantar táṇhárá Jirúshálemer nikaṭe arthát Jaitun parbater párshvastha Baitphagí o Baithaniyá gráme upasthita haile tini ápan shishyader madhye dui janke ei ájná diyá páṭháilen, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 জেরুশালেমের কাছাকাছি অলিভ পাহাড়ের ধারে বেথফাগে আর বেথানি গ্রামের কাছে এসে তাঁরা পৌঁছালেন। দুজন শিষ্যকে যীশু পাঠিয়ে দিলেন এই বলে: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পরে যখন তাঁহারা যিরূশালেমের নিকটবর্ত্তী হইয়া হইয়া জৈতুন পর্ব্বতে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে দুই জনকে পাঠাইয়া দিলেন, অধ্যায় দেখুন |