মার্ক 10:46 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)46 পরে তাঁহারা যিরীহোতে আসিলেন। আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত যিরীহো হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তীময়ের পুত্র বর্তীময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পার্শ্বে বসিয়াছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 পরে তাঁরা জেরিকোতে আসলেন। আর তিনি যখন তাঁর সাহাবীদের ও বিস্তর লোকের সঙ্গে জেরিকো থেকে বের হয়ে যাচ্ছেন, তখন তীময়ের পুত্র বর্তীময় নামে এক জন অন্ধ ভিক্ষুক পথের পাশে বসেছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 এরপর তাঁরা যিরীহোতে এলেন। যীশু ও তাঁর শিষ্যেরা যখন অনেক লোকের সঙ্গে নগর ত্যাগ করে চলে যাচ্ছেন, তখন বরতীময় নামে এক ব্যক্তি পথের ধারে বসে ভিক্ষা করছিল। সে ছিল তীময়ের পুত্র। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)46 Anantar táṇhárá Jiríhote upasthita hailen. Pare tini jakhan ápan shishyaganer o mahájanatár sahit Jirího haite bahirgaman karen, eman samaye Tímayer puttra Bartímay náme ek jan andha pather parshve basiyá bhikshá karitechila. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 তাঁরা তারপর গেলেন জেরিকোতে। শিষ্য এবং লোকজনদের সঙ্গে জেরিকো থেকে যীশু যখন চলে যাচ্ছিলেন, সেই সময় তীময়ের পুত্র অন্ধ ভিক্ষুক বর্তীময় রাস্তার ধারে বসেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 পরে তাঁহারা যিরীহোতে আসিলেন। আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত যিরীহো হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তীময়ের পুত্র বর্তীময় নামে এক জন অন্ধ ভিক্ষুক পথের পার্শ্বে বসিয়াছিল। অধ্যায় দেখুন |