মার্ক 10:43 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)43 তোমাদের মধ্যে সেইরূপ নয়; কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায়, সে তোমাদের পরিচারক হইবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 তোমাদের মধ্যে সেরকম হওয়া উচিত নয়; কিন্তু তোমাদের মধ্যে যে কেউ মহান হতে চায়, সে তোমাদের পরিচারক হবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 তোমাদের ক্ষেত্রে সেরকম হবে না। বরং, কেউ যদি তোমাদের মধ্যে মহান হতে চায়, তাকে অবশ্যই তোমাদের দাস হতে হবে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)43 Tomáder madhye tadrúp haibe ná; kintu tomáder madhye je byakti mahán haite icchá kare, se tomáder paricárak haibe; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 তোমাদের মধ্যে কিন্তু তেমন হবে না। তোমাদের মধ্যে কেউ যদি প্রধান হতে চায় তাহলে তাকে পরিচারক হতে হবে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 তোমাদের মধ্যে সেরূপ নয়; কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান্ হইতে চায়, সে তোমাদের পরিচারক হইবে; অধ্যায় দেখুন |