মার্ক 1:43 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)43 তখন তিনি তাহাকে দৃঢ় আজ্ঞা দিয়া বিদায় করিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 তখন তিনি তাকে দৃঢ় ভাবে হুকুম দিয়ে বিদায় করলেন, বললেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 যীশু তাকে তক্ষুনি অন্যত্র পাঠিয়ে এই বলে দৃঢ়ভাবে সতর্ক করে দিলেন, অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)43 Takhan tini táhár bishaye uttejita haiyá tatkshanát táháke bidáy kariyá kahilen, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43-44 যীশু তাকে কড়াভাবে নিষেধ করে বললেন, শোন, কাউকে বলো না একথা। সোজা চলে যাও পুরোহিতের কাছে। তাঁকে দিয়ে নিজেকে পরীক্ষা করাও এবং শুচিতার প্রমাণস্বরূপ মোশির নির্দেশিত নৈবেদ্য উৎসর্গ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 তখন তিনি তাহাকে দৃঢ় আজ্ঞা দিয়া বিদায় করিলেন, বলিলেন, অধ্যায় দেখুন |