মার্ক 1:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 পরে সমাজ-গৃহ হইতে বাহির হইয়া তৎক্ষণাৎ তাঁহারা যাকোব ও যোহনের সহিত শিমোন ও আন্দ্রিয়ের বাটীতে প্রবেশ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 পরে মজলিস-খানা থেকে বের হয়ে তৎক্ষণাৎ তাঁরা ইয়াকুব ও ইউহোন্নার সঙ্গে শিমোন ও আন্দ্রিয়ের বাড়িতে প্রবেশ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 যীশু সমাজভবন ত্যাগ করার সঙ্গে সঙ্গে যাকোব ও যোহনকে সঙ্গে নিয়ে শিমোন ও আন্দ্রিয়ের বাড়িতে গেলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)29 Samáj‐griha haite bahirgata haibá‐mátra táṇhárá Jákober o Johaner sahit Shimoner o Ándriyer báṭíte prabesh karilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 যীশু তখন শিষ্যদের সঙ্গে নিয়ে সমাজভবন থেকে সোজা চলে গেলেন শিমোন ও আন্দ্রিয়ের বাড়িতে। তাঁর সঙ্গে ছিলেন যাকোব ও যোহন। সেই সময় অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 পরে সমাজ-গৃহ হইতে বাহির হইয়া তৎক্ষণাৎ তাঁহারা যাকোব ও যোহনের সহিত শিমোন ও আন্দ্রিয়ের বাটীতে প্রবেশ করিলেন। অধ্যায় দেখুন |