মার্ক 1:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 সেই প্রান্তরে তিনি চল্লিশ দিন থাকিয়া শয়তানের দ্বারা পরীক্ষিত হইলেন; আর তিনি বন্য পশুদের সঙ্গে রহিলেন, এবং স্বর্গীয় দূতগণ তাঁহার পরিচর্যা করিতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 সেই মরু-ভূমিতে তিনি চল্লিশ দিন ধরে শয়তানের দ্বারা পরীক্ষিত হলেন; আর তিনি বন্য পশুদের সঙ্গে রইলেন এবং বেহেশতের ফেরেশতারা তাঁর পরিচর্যা করতেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 এবং সেই মরুপ্রান্তরে চল্লিশ দিন থাকার সময় যীশু শয়তানের দ্বারা প্রলোভিত হলেন। তখন তাঁর চারপাশে ছিল বন্যপশু; আর স্বর্গদূতেরা তাঁর পরিচর্যা করলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)13 Sei prántare tini callish din thákiyá Shaytán kartrik paríkshita hailen, ebaṇg banya pashuder sange chilen, ebaṇg svargíya dútgan táṇhár paricarjyá kariten. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সেখানে তিনি চল্লিশ দিন থাকলেন এবং শয়তানের প্রলোভনের সম্মুখীন হলেন। মরুপ্রান্তরে বন্য জন্তুদের মধ্যে তিনি থাকতেন এবং স্বর্গের দূতেরা এসে তাঁর সেবা করতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 সেই প্রান্তরে তিনি চল্লিশ দিন থাকিয়া শয়তানের দ্বারা পরীক্ষিত হইলেন; আর তিনি বন্য পশুদের সঙ্গে রহিলেন, এবং স্বর্গীয় দূতগণ তাঁহার পরিচর্য্যা করিতেন। অধ্যায় দেখুন |