মথি 9:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 অতএব শস্য-ক্ষেতের মালিকের কাছে মুনাজাত কর, যেন তিনি নিজের শস্য-ক্ষেতে কার্যকারী লোক পাঠিয়ে দেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 তোমরা ফসলের মালিকের কাছে প্রার্থনা করো, যেন তিনি তাঁর শস্যক্ষেত্রে কর্মচারীদের পাঠান।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 কাজেই ফসলের মালিকের কাছে মিনতি জানাও, তিনি যেন তাঁর ফসল সংগ্রহ করার জন্য আরও কাজের লোক পাঠিয়ে দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পাঠাইয়া দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 তাই তোমরা ফসলের মালিকের কাছে অনুরোধ কর, যেন তিনি ফসল কাটার জন্য মজুর পাঠান।” অধ্যায় দেখুন |