মথি 9:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 কিন্তু লোকদিগকে বাহির করিয়া দেওয়া হইলে তিনি ভিতরে গিয়া কন্যাটির হাত ধরিলেন, তাহাতে সে উঠিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 কিন্তু লোকদেরকে বের করে দেওয়া হলে তিনি ভিতরে গিয়ে কন্যাটির হাত ধরলেন, তাতে সে উঠে বসলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 লোকের ভিড় এক পাশে সরিয়ে দেওয়ার পর, যীশু ভিতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন। এতে সে উঠে বসল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 ভীড় সরিয়ে দেবার পর তিনি ঘরের মধ্যে গিয়ে মেয়েটির হাতখানি ধরলেন, সে সঙ্গে সঙ্গেই উঠে বসল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 কিন্তু লোকদিগকে বাহির করিয়া দেওয়া হইলে তিনি ভিতরে গিয়া কন্যাটীর হাত ধরিলেন, তাহাতে সে উঠিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 লোকদের ঘর থেকে বার করে দেওয়া হলে, যীশু ভেতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন, তাতে সে উঠে বসল। অধ্যায় দেখুন |