মথি 8:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 পরে যীশু তাহাকে কহিলেন, দেখিও, এই কথা কাহাকেও বলিও না; কিন্তু যাজকের নিকটে গিয়া নিজেকে দেখাও, এবং মোশির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ কর, তাহাদের কাছে সাক্ষ্য দিবার জন্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 পরে ঈসা তাকে বললেন, দেখো, এই কথা কাউকেও বলো না; কিন্তু ইমামের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং তাদের কাছে সাক্ষ্য দেবার জন্য মূসার হুকুম অনুসারে নৈবেদ্য কোরবানী কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তখন যীশু তাকে বললেন, “দেখো, তুমি একথা কাউকে বোলো না, কিন্তু যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং মোশির আদেশমতো তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য নৈবেদ্য উৎসর্গ করো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 যীশু তাকে বললেন, দেখ, এ কথা কাউকে বলো না, সোজা পুরোহিতের কাছে চলে যাও। তিনি তোমাকে পরীক্ষা করে দেখুন। তারপর লোকসমক্ষে প্রমাণ স্বরূপ মোশির নির্দেশিত নৈবেদ্য উৎসর্গ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 পরে যীশু তাহাকে কহিলেন, দেখিও, এই কথা কাহাকেও বলিও না; কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও, এবং মোশির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ কর, তাহাদের কাছে সাক্ষ্য দিবার জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তখন যীশু তাকে বললেন, “দেখ, তুমি কাউকে একথা বোলো না, বরং যাও যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও; আর গিয়ে মোশির আদেশ অনুসারে নৈবেদ্য উৎসর্গ কর। তাতে তারা জানবে যে তুমি ভাল হয়ে গেছ।” অধ্যায় দেখুন |