মথি 8:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 তিনি তাহাদিগকে কহিলেন, চলিয়া যাও। তখন তাহারা বাহির হইয়া সেই শূকর-পালে প্রবেশ করিল; আর দেখ, সমুদয় শূকর মহাবেগে ঢালু পাড় দিয়া দৌড়াইয়া গিয়া সমুদ্রে পড়িল, ও জলে ডুবিয়া মরিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 তিনি তাদেরকে বললেন, চলে যাও। তখন তারা বের হয়ে সেই শূকরের পালে প্রবেশ করলো; আর দেখ, সমস্ত শূকর মহাবেগে ঢালু পাড় দিয়ে দৌড়ে গিয়ে সাগরে পড়লো ও পানিতে ডুবে মারা গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 তিনি তাদের বললেন, “যাও!” তখন তারা বেরিয়ে এসে সেই শূকরপালের মধ্যে প্রবেশ করল। তাতে সেই শূকরের পাল ঢালু তীর বেয়ে তীব্র গতিতে ছুটে এসে সমুদ্রে পড়ল ও জলে ডুবে মারা গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 তিনি তাদের বললেন, বেশ, তা-ই যাও। বেরিয়ে এসে তারা শূকরের পালের মধ্যে প্রবেশ করল। সমগ্র পালটি তখন পাহাড়ের ঢাল বেয়ে প্রবল বেগে সমুদ্রে পড়ে ডুবে মরল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 তিনি তাহাদিগকে কহিলেন, চলিয়া যাও। তখন তাহারা বাহির হইয়া সেই শূকর-পালে প্রবেশ করিল; আর দেখ, সমুদয় শূকর মহাবেগে ঢালু পাড় দিয়া দৌড়িয়া গিয়া সমুদ্রে পড়িল, ও জলে ডুবিয়া মরিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 যীশু তাদের বললেন, “তাই যাও!” তখন তারা সেই লোকদের মধ্যে থেকে বার হয়ে এসে সেই শুয়োরগুলির মধ্যে গিয়ে ঢুকল; তাতে সেই শুয়োরের পাল ঢালু পাড় দিয়ে জোরে দৌড়াতে দৌড়াতে হ্রদের জলে গিয়ে ডূবে মরল। অধ্যায় দেখুন |