মথি 8:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, আঃ! ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্রও যে ইহাঁর আজ্ঞা মানে! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করে বললেন, ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্রও যে এঁর হুকুম মানে! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 এতে শিষ্যেরা আশ্চর্য হয়ে বললেন, “ইনি কেমন মানুষ? ঝড় ও সমুদ্র তাঁর আদেশ পালন করে!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 অবাক হয়ে লোকে বলাবলি করতে লাগল, কে ইনি? ঝড় আর সাগরও যে এঁর কথা শোনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 আর সেই ব্যক্তিরা আশ্চর্য্য জ্ঞান করিয়া কহিলেন, আঃ! ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্রও যে ইঁহার আজ্ঞা মানে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 এতে শিষ্যরা আশ্চর্য হয়ে বললেন, “ইনি কিরকম লোক? এঁর কথা এমন কি বাতাস ও সাগরও শোনে!” অধ্যায় দেখুন |