মথি 8:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আর যীশু আপনার চারিদিকে অনেক লোক দেখিয়া অন্যপারে যাইতে আজ্ঞা করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর ঈসা তাঁর চারদিকে অনেক লোক দেখে অন্য পারে যেতে হুকুম করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যীশু যখন তাঁর চারপাশে অনেক লোকের ভিড় দেখলেন, তিনি সাগরের অপর পারে যাওয়ার জন্য শিষ্যদের আদেশ দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 চারপাশে লোকের ভীড় দেখে যীশু তাঁর শিষ্যদের হ্রদের ওপারে যেতে আদেশ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর যীশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরপারে যাইতে আজ্ঞা করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যীশু যখন দেখলেন যে তাঁর চারপাশে অনেক লোক জড়ো হয়েছে, তখন হ্রদের ওপারে যাওয়ার জন্য অনুগামীদের আদেশ দিলেন। অধ্যায় দেখুন |