মথি 5:43 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)43 তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, “তোমার প্রতিবাসীকে প্রেম করিবে,” এবং ‘তোমার শত্রুকে দ্বেষ করিবে’। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 তোমরা শুনেছ, বলা হয়েছিল, “তোমার প্রতিবেশীকে মহব্বত করবে,” এবং “তোমার দুশমনকে ঘৃণা করবে”। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 “তোমরা শুনেছ, বলা হয়েছিল, ‘তোমার প্রতিবেশীকে প্রেম কোরো’ ও ‘তোমার শত্রুকে ঘৃণা কোরো।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 ‘বন্ধুকে ভালবাসবে। আর শত্রুকে ঘৃণা করবে’, এ কথা তোমরা শুনেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, “তোমার প্রতিবাসীকে প্রেম করিবে,” এবং ‘তোমার শত্রুকে দ্বেষ করিবে’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 “তোমরা তাদের বলতে শুনেছ, ‘তোমার প্রতিবেশীকে ভালবাসো, শত্রুকে ঘৃণা করো।’ অধ্যায় দেখুন |