মথি 5:40 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)40 আর যে তোমার সহিত বিচার-স্থানে বিবাদ করিয়া তোমার আঙ্রাখা লইতে চায়, তাহাকে চোগাও লইতে দেও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 আর যে তোমার সঙ্গে বিচার-স্থানে ঝগড়া করে তোমার কোর্তা নিতে চায়, তাকে জামাটাও নিতে দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 আর কেউ যদি তোমার জামা নিয়ে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তাকে তোমার চাদরও নিতে দিয়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 কেউ যদি তোমার বিরুদ্ধে মামলা করে তোমার জামাটি নিতে চায় তাহলে তোমার চাদরটিও তাকে দিযে দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 আর যে তোমার সহিত বিচার-স্থানে বিবাদ করিয়া তোমার আঙ্রাখা লইতে চায়, তাহাকে চোগাও লইতে দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 কেউ যদি তোমার পাজামা নেবার জন্য আদালতে মামলা করতে চায়; তবে তাকে তোমার ধুতিটাও ছেড়ে দিও। অধ্যায় দেখুন |