মথি 5:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 আবার তোমরা শুনিয়াছ, পূর্বকালের লোকদের নিকটে উক্ত হইয়াছিল, ‘তুমি মিথ্যা দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশে তোমার দিব্য সকল পালন করিও।’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 আবার তোমরা শুনেছ, আগেকার দিনের লোকদের কাছে বলা হয়েছিল, ‘তুমি মিথ্যা কসম খেয়ো না, কিন্তু প্রভুর উদ্দেশে তোমার কসমগুলো পালন কোরো।’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 “আবার তোমরা শুনেছ, বহুকাল পূর্বে লোকদের বলা হয়েছিল, ‘তোমরা প্রভুর সাক্ষাতে যে শপথ করেছ, তা ভঙ্গ কোরো না, বরং শপথগুলি পালন কোরো।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 তোমরা শুনেছ, পূর্বকালের লোকদের বলা হয়েছিল, ‘শপথ ভঙ্গ করো না, প্রভুর কাছে যা মানত করবে তা অবশ্যই পূর্ণ করবে’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 আবার তোমরা শুনিয়াছ, পূর্ব্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, ‘তুমি মিথ্যা দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশে তোমার দিব্য সকল পালন করিও।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 “তোমরা একথাও শুনেছ, আমাদের পিতৃপুরুষদের বলা হয়েছিল, ‘তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে যে সব প্রতিশ্রুতি কর তা ভেঙো না, তোমাদের কথা মতো সে সবই পূর্ণ করো।’ অধ্যায় দেখুন |