মথি 4:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 যীশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, “তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 ঈসা তাকে বললেন, আবার লেখা আছে, “তুমি তোমার আল্লাহ্ মালিকের পরীক্ষা করো না।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 যীশু তাকে উত্তর দিলেন, “আবার একথাও লেখা আছে, ‘তোমার ঈশ্বর প্রভুকে পরীক্ষা কোরো না।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 যীশু বললেন, শাস্ত্রে এ কথাও লেখা রয়েছে, ‘তুমি কখনও তোমার ঈশ্বর প্রভু পরমেশ্বরকে পরীক্ষা করেত চেয়ো না।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 যীশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, “তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না”। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যীশু তখন তাকে বললেন, “শাস্ত্রে একথাও লেখা আছে, ‘তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করবে না।’” অধ্যায় দেখুন |