মথি 4:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 পরে যীশু সমুদয় গালীলে ভ্রমণ করিতে লাগিলেন; তিনি লোকদের সমাজ-গৃহে সমাজ-গৃহে উপদেশ দিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং লোকদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভাল করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 পরে ঈসা সারা গালীলে ভ্রমণ করতে লাগলেন; তিনি লোকদের বিভিন্ন মজলিস-খানায় উপদেশ দিলেন, বেহেশতী-রাজ্যের সুসমাচার তবলিগ করলেন এবং লোকদের সমস্ত রকম রোগ ও সমস্ত রকম অসুস্থতা থেকে তাদের সুস্থ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 যীশু সমস্ত গালীল পরিক্রমা করে তাদের সমাজভবনগুলিতে শিক্ষা দিলেন ও স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করলেন। তিনি লোকদের সমস্ত রকমের রোগব্যাধি ও পীড়া থেকে সুস্থ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 সমগ্র গালীল অঞ্চলে যীশু পরিভ্রমণ করতে লাগলেন। সেখানকার বিভিন্ন সমাজভবনে তিনি শিক্ষা দিতেন, ঐশরাজ্যের সুসমাচার করতেন এবং লোকদের সব রকম রোগব্যাধি নিরাময় করে তুলতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 পরে যীশু সমুদয় গালীলে ভ্রমণ করিতে লাগিলেন; তিনি লোকদের সমাজ-গৃহে সমাজ-গৃহে উপদেশ দিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং লোকদের সর্ব্বপ্রকার রোগ ও সর্ব্বপ্রকার পীড়া ভাল করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 যীশু গালীলের সব জায়গায় ঘুরে ঘুরে, ইহুদীদের সমাজ-গৃহে গিয়ে শিক্ষা দিতে লাগলেন এবং সকলের কাছে স্বর্গরাজ্যের বিষয়ে সুসমাচার প্রচার করতে লাগলেন। তিনি লোকদের মধ্যে নানারকম রোগ-ব্যাধি ভাল করতে থাকলেন। অধ্যায় দেখুন |