মথি 4:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 পরে তিনি তথা হইতে অগ্রে গিয়া দেখিলেন, আর দুই ভ্রাতা- সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁহার ভ্রাতা যোহন- আপনাদের পিতা সিবদিয়ের সহিত নৌকায় জাল সারিতেছেন; তিনি তাঁহাদিগকে ডাকিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 পরে তিনি সেখান থেকে এগিয়ে গিয়ে সিবদিয়ের পুত্র ইয়াকুব ও ইউহোন্না নামে দুই ভাইকে দেখতে পেলেন। তাঁরা তাঁদের পিতা সিবদিয়ের সঙ্গে নৌকায় জাল সারছিলেন। ঈসা তাঁদেরকে ডাকলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 সেখান থেকে এগিয়ে গিয়ে তিনি অপর দুই ভাইকে, সিবদিয়ের ছেলে যাকোব ও তাঁর ভাই যোহনকে দেখতে পেলেন। তাঁরা তাঁদের বাবা সিবদিয়ের সঙ্গে একটি নৌকায় তাঁদের জাল মেরামত করছিলেন। যীশু তাঁদের আহ্বান করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 কিছু দূর এগিয়ে যীশু অন্য দুই ভাইয়ের দেখা পেলেন। এঁরা হলেন সিবদিয়ের পুত্র যাকোব ও যোহন। দুভাই তাঁদের পিতা সিবদিয়ের সঙ্গে নৌকায় বসে জাল সারাচ্ছিলেন। যীশু তাঁদেরও ডাকলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 পরে তিনি তথা হইতে অগ্রে গিয়া দেখিলেন, আর দুই ভ্রাতা—সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁহার ভ্রাতা যোহন—আপনাদের পিতা সিবদিয়ের সহিত নৌকায় জাল সারিতেছেন; তিনি তাঁহাদিগকে ডাকিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 সেখান থেকে যীশু আরও এগিয়ে গেলে আরো দুজন লোককে দেখতে পেলেন। সিবদিয়ের ছেলে যাকোব ও তাঁর ভাই যোহন। যীশু দেখলেন, তাঁরা তাদের বাবার সঙ্গে নৌকাতে জাল সারাচ্ছেন। যীশু তাঁদের ডাকলেন, অধ্যায় দেখুন |