মথি 4:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 একদা তিনি গালীল সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন, দুই ভ্রাতা- শিমোন, যাহাকে পিতর বলে, ও তাঁহার ভ্রাতা আন্দ্রিয়- সমুদ্রে জাল ফেলিতেছেন; কারণ তাঁহারা মৎস্যধারী ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 একদিন তিনি গালীল সমুদ্রের তীর দিয়ে বেড়াতে বেড়াতে শিমোন, যাকে পিতর বলা হয়, আর তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তাঁরা সাগরে জাল ফেলছেন, কারণ তাঁরা জেলে ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 গালীল সাগরের তীর ধরে হেঁটে যাওয়ার সময় যীশু দুই ভাইকে দেখতে পেলেন, শিমোন যাঁকে পিতর নামে ডাকা হত ও তাঁর ভাই আন্দ্রিয়। তাঁরা সাগরের জলে জাল ফেলছিলেন, কারণ তাঁরা ছিলেন মৎস্যজীবী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 একদিন যীশু গালীল হ্রদের ধার দিয়ে যাবার সময় শিমোন যাঁর অপর নাম পিতর ও তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। এঁরা ছিলেন জেলে। তাঁরা তখন হ্রদে জাল ফেলে মাছ ধরছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 একদা তিনি গালীল সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন, দুই ভ্রাতা—শিমোন, যাঁহাকে পিতর বলে, ও তাঁহার ভ্রাতা আন্দ্রিয়—সমুদ্রে জাল ফেলিতেছেন; কারণ তাঁহারা মৎস্যধারী ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যীশু যখন গালীল হ্রদের ধার দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দুই ভাইকে দেখতে পেলেন, শিমোন যার অন্য নাম পিতর ও তাঁর ভাই আন্দ্রিয়। তাঁরা তখন হ্রদে জাল ফেলছিলেন। অধ্যায় দেখুন |