মথি 28:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 পরে একাদশ শিষ্য গালীলে যীশুর নিরূপিত পর্বতে গমন করিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 পরে এগার জন সাহাবী গালীলে ঈসার নির্ধারিত পর্বতে গমন করলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তারপর সেই এগারোজন শিষ্য গালীলের সেই পর্বতে গেলেন, যেখানে যীশু তাদের যেতে বলেছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 যীশু তাঁর এগারোজন শিষ্যকে যে গালীল পর্বতে যাবার নির্দেশ দিয়েছিলেন, সেখানে তাঁরা চলে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 পরে একাদশ শিষ্য গালীলে যীশুর নিরূপিত পর্ব্বতে গমন করিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 এবার সেই এগারো জন শিষ্য গালীলে ফিরে গিয়ে যীশু তাঁদের যেমন বলেছিলেন সেই মতো সেই পর্বতে গেলেন। অধ্যায় দেখুন |