মথি 27:65 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)65 পীলাত তাহাদিগকে বলিলেন, তোমাদের নিকটে প্রহরি-দল আছে; তোমরা গিয়া যথাসাধ্য রক্ষা কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস65 পীলাত তাদেরকে বললেন, তোমাদের কাছে প্রহরী-দল আছে; তোমরা গিয়ে যথাসাধ্য রক্ষা কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ65 পীলাত উত্তর দিলেন, “তোমরা পাহারা দাও। গিয়ে সমাধি যতটা সুরক্ষিত রাখতে পারো, তোমরা তাই করো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)65 পীলাত তাদের বললেন, প্রহরী তো তোমাদের দেওয়া হয়েছে। তোমরা গিয়ে তোমাদের ইচ্ছামত পাহারার ব্যবস্থা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)65 পীলাত তাহাদিগকে বলিলেন, তোমাদের নিকটে প্রহরি-দল আছে; তোমরা গিয়া যথাসাধ্য রক্ষা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল65 পীলাত তাদের বললেন, “তোমাদের কাছে পাহারা দেবার লোক আছে, তোমরা গিয়ে যত ভালভাবে পারো পাহারা দেবার ব্যবস্থা কর।” অধ্যায় দেখুন |