মথি 27:61 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)61 মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম সেখানে ছিলেন, তাঁহারা কবরের সম্মুখে বসিয়া রহিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস61 মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম সেখানে ছিলেন, তাঁরা কবরের সম্মুখে বসে রলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ61 সেখানে মাগ্দালাবাসী মরিয়ম ও অন্য মরিয়ম কবরের উল্টোদিকে বসেছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)61 মাগদালার মরিয়ম ও মরিয়ম নামে অপর মহিলাও সেখানে সমাধির সামনে বসে পড়লেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)61 মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম সেখানে ছিলেন, তাঁহারা কবরের সম্মুখে বসিয়া রহিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল61 মরিয়ম মগ্দলীনী ও সেই অন্য মরিয়ম কবরের সামনে বসে রইলেন। অধ্যায় দেখুন |